সোনার খেলা জ্যাভলিন থ্রোয়ে ফের 'গ্রেটেস্ট শো অন' আর্থে সোনা। টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার সোনা জয়ের পর ২৩দিনের মাথায় সোনা জিতলেন ভারতের সুমিত অ্যান্তিল (Sumit Antil)। আজ টোকিও প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ের F64 বিভাগের ফাইনালে রীতিমত তিন তিনবার বিশ্বরেকর্ড গড়ে এই সোনা জিতলেন সুমিত। ফাইনালে প্রথমবারের চেষ্টায় সুমিত বিশ্বরেকর্ড গড়ে ছোঁড়েন ৬৬.৯৫ মিটার। তারপর ছোঁড়েন ৬৮.০৮ মিটার। আর তারপর সেই ফাইনালে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। এতদিন সুমিতই ছিলেন এই বিভাগের বিশ্বরেকর্ডধারী (৬২.৮৮ মিটার)। চলতি টোকিও অলিম্পিকে ভারত মোট ৭টি পদক জিতল। তার মধ্যে আছে দুটি সোনা, চারটি রুপো ও একটি ব্রোঞ্জ।
এর আগে আজ সকালে, এদিন, সকালে দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে সোনা জেতেন ভারতের প্যারা অ্যাথলিট অবনী লেখারা। সোমবার গেমসের ষষ্ঠ দিনে শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। একেবারে নজির গড়ে সোনা জেতেন ভারতীয় শুটার। ৬২১.৭ স্কোর করে ফাইনালে পদক জয়েক লক্ষ্যে পৌঁছন ভারতীয় শুটার। পদক সংখ্যার বিচারে এটাই ভারতের সর্বকালের সেরা প্যারালিম্পিক্স হয়ে গেল। ২০১৬ রিও প্যারালিম্পিক্সে ভারত দুটি সোনা জিতেছিল, আর টোকিও-তে এল দুটি সোনা। এই সোনার পাশাপাশি আজ প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে রুপো জিতলেন ভারতের যোগেশ কাথুনিয়ার। টোকিও প্যারালিম্পিক্সে ভারত এখন ২টি সোনা, ৪টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতেছে। পদক সংখ্যার বিচারে এটাই ভারতের সর্বকালের সেরা প্যারালিম্পিক্স হয়ে গেল। এখনই প্যারালিম্পিক্স ভারত সাতটি পদক জিতে ফেলেছে। এতদিন কোনও একটা প্যারালিম্পিক্স গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১৬ রিও এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলস গেমস।
Find out more: