শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ। সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা। ১৯ বছরের মনীশ প্যারালিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিতলেন। শনিবার তাঁর স্কোর ২১৮.২। রুপো জয়ী সিংহরাজের স্কোর ২১৬.৭। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার সের্জি মালিশেভ। এই দুই পদক পাওয়ায় বর্তমানে Tokyo Paralympics 2020-তে ভারতের পদক সংখ্যা দাঁড়ল ১৫। যা সর্বকালের রেকর্ড। বাড়ির ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করায় খুশিতে মেতে উঠেছেন তাদের পরিবারের সদস্যরা।

হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল প্রথম দু'টি শটে মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর দুরন্তভাবে খেলায় ফিরে আসেন তিনি। পাঁচটি শটের পর জায়গা করে নেন প্রথম তিনে। পাঁচটি শটের পর তাঁর স্কোর দাঁড়ায় ৪৫.৪। ১২ শটের পর মণীশ ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন। ১৫ তম শটের পর মণীশ নাওয়াল ১৩৩.৪ স্কোর করে তৃতীয় স্থানে পৌঁছে যান। ২০ তম শটের পর তাঁর পদক জয় নিশ্চিত হয়। ৭.৫ স্কোর নিয়ে চিনের দুই খেলোয়াড় প্রতিযোগিতার বাইরে চলে যায়। অন্যদিকে, ১৪ তম শটের পর সিংহরাজ চার নম্বরে ছিলেন। ১৬ তম শটের পর সিংহরাজও প্রথম তিনে জায়গা করে নিতে সক্ষম হন। শনিবার মণীশ ও সিংহরাজের হাত ধরে চলতি প্যারালিম্পিকে ১৪ এবং ১৫ তম পদকটি এল ভারতের ঘরে। এর মধ্যে রয়েছে তিনটি সোনা। যা ভারতের ইতিহাসে অনবদ্য এক রেকর্ড। এছাড়াও এসেছে সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ।

Find out more: