ওভালে প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল ভারতের। মাত্র ১৯১ রানেই অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। সৌজন্যে ভারতীয় বোলারা। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দূরন্ত কামব্যাক ভারতের। যদিও পরপর রোহিত আর পূজারার উইকেট হারিয়ে একটু চাপে টিম ইন্ডিয়া। তাও স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অবস্থায় রয়েছে ভারত। তবে ম্যাচ জিততে বড় টার্গেট দিতেই হবে কোহলিদের। বড় ইনিংস খেলতেই হবে বিরাটকে। তৃতীয় দিনে কম আলোর জন্য ১০ বাকি থাকতেই তৃতীয় দিনে খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে কোহলি অ্যান্ড কোং। লিড ১৭১ রানের।
তবে রোহিত শর্মার শতরান ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই শতরান হয়ত রোহিতের কাছে বিশেষ জায়গায় থাকবে। কারণ দেশের বাইরে এটিই রোহিতের প্রথম শতরান। রোহিতের আগের সাতটি শতরানই ভারতের মাটিতে। এমনকী এশিয়া মহাদেশের অন্য কোনও দেশেও রোহিতের শতরান নেই। বাংলাদেশ, শ্রীলঙ্কার মাটিতে ৮টি টেস্ট খেললেও শতরান করতে পারেননি তিনি।
রোহিত বাকি ৭টি শতরান কোথায় কবে করেছেন একবার দেখে নেওয়া যাক - ১) ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। ২) একই সিরিজে মুম্বইয়ে পরের টেস্টেও শতরান (অপরাজিত ১১১) করেন রোহিত। ৩) তৃতীয় টেস্ট শতরান ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১০২ রান করেন। ৪) দু’ বছর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান (১৭৬, ১২৭) করেন। ৫) ষষ্ঠ শতরান সেই সিরিজেই তাঁর ব্যাট থেকে আসে ২১২ রানের ইনিংস। ৬) সপ্তম শতরান এই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে ১৬১ রান করেন হিটম্যান।
Find out more: