ওভাল টেস্টে ম্যাচের রং যে এভাবে বদলে যাবে, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। প্রথম ইনিংসে ১৯১ রানে থামতে হয় ভারতকে। তারপর ইংল্যান্ডের ৯৯ রানের লিড নেয়। আর দ্বিতীয় ইনিংসে ভারত বাউন্স ব্যাক করল। ৪৬৬ রান বোর্ডে তুলল। ইংল্যান্ডকে জেতার জন্য টার্গেট দিলো ৩৬৮ রানের। আর ইংল্যান্ড থামল ২১০ রানে। ১৫৭ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া। ওভালে এই মুহূর্ত এল দীর্ঘ ৫০ বছর পর। ১৯৭১ সালে এই মাঠেই জিতেছিল অজিত ওয়াদেরকরেরর ভারত। তবে ইতিহাস বলছে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়ার জয় এই প্রথম নয়। তাই টিম ইন্ডিয়ার পিছিয়ে পড়ে জয়ের রেকর্ডগুলো দেখে নেওয়া যাক -

* ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৭ রানে অল-আউট হয়েও ভারত টেস্ট জিতেছিল ৬৩ রানে।

* ২০০৬ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রানে অল-আউট হয়ে ভারত টেস্ট জেতে ৪৯ রানে।

* ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৪ রানে পিছিয়ে পড়েও টেস্ট জেতে ভারত।

* ১৯৮১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮২ রানে পিছিয়ে পড়েও টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া।

* ১৯৭৬ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩১ রানে পিছিয়ে পড়ে টেস্ট জেতে ভারত।

* ২০০৪ সালে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রানে পিছিয়ে পড়েও টেস্ট জেতে টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার ওভাল টেস্ট জয় নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে লেখেন, ‘দারুণ জয়। দুই দলের স্কিলে পার্থক্য রয়েছে কিন্তু আসল পার্থক্য হচ্ছে চাপ নেওয়ার ক্ষমতায়। বাকিদের থেকে অনেক এগিয়ে ভারতীয় ক্রিকেট।’

Find out more: