বুধবার একটি বেসরকারি সংস্থার তরফে জ্যাভলিনে সোনাজয়ী নীরজকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে এসে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে শুধু সোনা জেতা নয়, নয়া বিশ্বরেকর্ড গড়াই লক্ষ্য তাঁর। নীরজ বলেন, ‘‘সোনা জিতেছি। ২০২৪ অলিম্পিক্সে লক্ষ্য থাকবে আরও ভাল কিছু করার। নিজের গড়া বিশ্বরেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করব। তবে সত্যি বলতে এবারে সোনা পাব তা ভাবিনি। ভাল ফল করাই লক্ষ্য ছিল।’’

অন্যদিকে, আমির দেরভিসেভিচকে, টমিস্লাভ মারচেলার পর এবার তৃতীয় বিদেশি ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদ ক্লাবে এলেন ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক ফ্রাঞ্জো পার্চে (Franjo Prce)। এক বছরের চুক্তিতে বছর পঁচিশের ৬ ফুটের ডিফেন্ডার এলেন ইস্টবেঙ্গলে। বসনিয়া ও হারজেগোভিনাতে জন্মানো ফ্রাঞ্জো ইটালির বিখ্যাত ক্লাব লাজিওতে খেলেছেন তিন বছর। গত মরসুমে ক্রোয়েশিয়ার ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন ফ্রাঞ্জো। এবার মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল কোনও স্প্যানিশ ফুটবলারকেই চতুর্থ বিদেশি হিসেবে দলে নিতে পারে। রবি ফাউলারকে সরিয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজকে। তিনিই বিদেশি ফুটবলার বেছে নিচ্ছেন। এখন দেখার বাকি দুই বিদেশি হিসেবে ইস্টবেঙ্গল কাকে নিয়ে আসে! এবার মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল কোনও স্প্যানিশ ফুটবলারকেই চতুর্থ বিদেশি হিসেবে দলে নিতে পারে। রবি ফাউলারকে সরিয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজকে। তিনিই বিদেশি ফুটবলার বেছে নিচ্ছেন। এখন দেখার বাকি দুই বিদেশি হিসেবে ইস্টবেঙ্গল কাকে নিয়ে আসে!

Find out more: