মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন অনুশীলনে ধোনির ব্যাট থেকে বেরোল একের পর এক দৈত্যাকার ছক্কা। সীমানার বাইরে উড়ে যাচ্ছিল একের পর এক বল। শনিবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার অ্যাকাউন্টে। সেখানেই ধোনির এই তাণ্ডবনৃত্য দেখা গিয়েছে। কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি। মাঠের প্রতিটি কোনায় তাঁর ব্যাট থেকে বেরনো বল উড়ে যেতে দেখা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে সিএসকে লিখেছে, ‘এ বার থালা এসে গিয়েছে’।
অন্যদিকে, নিয়মমাফিক ছয় দিনের নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়লেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), উমেশ যাদব (Umesh Yadav), পৃথ্বী শাহ (Prithvi Shaw)। আর দ্বিতীয় পর্বের আইপিএল (IPL) শুরু হওয়ার আগে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তরুণ উইকেটকিপার। এখনও পর্যন্ত দিল্লির কাছে আইপিএল জয় অধরা। গত বছর খুব কাছে এসেও প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল দল। তবে এবার কোনও খামতি রাখতে চাইছেন না পন্থ। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল ট্রফি জয়। তবে একই সঙ্গে আমাদের নিজেদের স্বাভাবিক খেলা খেলে যেতে হবে। বিপক্ষের বড় নাম দেখে ঘাবড়ে গেলে চলবে না। তাই প্রথম পর্বে যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম, দ্বিতীয় পর্বেও সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।" তাই প্রথম পর্বে যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম, দ্বিতীয় পর্বেও সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।"
Find out more: