বিসিসিআই প্রকাশিত সূচী অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) জোড়া ক্রিকেট ম্যাচ পাচ্ছে। আর এই খবরে যথারীতি খুশি ক্রিকেট প্রেমী বাঙালিরা। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার হোম সূচী প্রকাশ করেছে বোর্ড। ২১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির পরেই ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ পাচ্ছে ইডেন।
নভেম্বরে ভারতে আসছে নিউজিল্যান্ড। তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে তারা। কলকাতা পাচ্ছে তৃতীয় টি-টোয়েন্টি। অন্য দিকে জানুয়ারির শেষে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। ওয়ান ডে দিয়েই ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিরিজ়। প্রথম দু’টি ওয়ান ডে দেওয়া হয়েছে আমদাবাদ ও জয়পুরকে। আর কলকাতা পাচ্ছে তৃতীয় ওয়ান ডে। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জেসন হোল্ডারদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে বিরাট কোহলিদের।

দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার Home Season Schedule :

India vs New Zealand

1st T20I: November 17, Jaipur

2nd T20I: November 19, Ranchi

3rd T20I: November 21, Kolkata

1st Test: November 25-29, Kanpur

2nd Test: December 03-07, Mumbai

India vs West Indies (2022)

1st ODI: February 06, Ahmedabad

2nd ODI: February 09, Jaipur

3rd ODI: February 12, Kolkata

1st T20I: February 15, Cuttack

2nd T20I: February 18, Vishakhapatnam

3rd T20I: February 20, Trivandrum

India vs Sri Lanka (2022)

1st Test: February 25-01 March, Bengaluru

2nd Test: March 05-09, Mohali

1st T20I: March 13, Mohali

2nd T20I: March 15, Dharamsala

3rd T20I: March 18, Lucknow


India vs South Africa (2022)

1st T20I: June 09, Chennai

2nd T20I: June 12, Bangalore

3rd T20I: June 14, Nagpur

4th T20I: June 15, Rajkot

5th T20I: June 19, Delhi

Find out more: