চ্যাম্পিয়ন্স লিগে দারুন জয় ম্যান ইউ'র

A G Bengali
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পাকো আলকাসের গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। এই গোলের সাত মিনিটের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরায় অ্যালেক্স টেলেস। ব্রুনো ফার্নান্ডোসের ক্রস ধরে আগুনে ভলিতে গোল করে সমতা ফেরান টেলেস। দুই দলের সমর্থকরা ধরেই নিয়েছিলেন যে, ম্যাচটি সম্ভবত ড্র হতে চলেছে। কিন্তু রোনাল্ডো নামক মহাতারকা যে, একাই ম্যাচের রং বদলে দিতে জানেন। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওল্ড ট্র্যাফোর্ডকে সেলিব্রেশনে ভাসান সিআর সেভেন। ম্যাচের বয়স তখন ৯৫ মিনিট। বাঁ দিক থেকে ফ্রেড দুরন্ত ক্রস বাড়ান রোনাল্ডোকে লক্ষ্য করে। রোনাল্ডো হেডে করে বল বাড়ান জেসে লিনগার্ডকে। লিনগার্ড ফের ছোট্ট টোকায় বল প্লেস করে দেন রোনাল্ডোকে। কোনাকুটি বুলেট শটে জালে বল জড়িয়ে দেন। এর সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা হয়ে গেল ১৩৬। গ্যালারিতে বসে প্রিয় শিষ্যর অসাধারণ ফুটবল দেখলেন স্যার অ্যালেক্স ফার্গুসন।

অন্যদিকে, মুম্বইয়ের পর রাজস্থান রয়্যালস। আমিরশাহি-পর্বে ফের ছুটছে বিরাট কোহলীর দল। বুধবার রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট হল তাদের। অন্যদিকে, প্লে-অফের রাস্তা আরও কঠিন হচ্ছে রাজস্থানের কাছে। বাকি ম্যাচগুলিতে তাদের জিততেই হবে। আরসিবি-র বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন রাজস্থানের ওপেনাররা। প্রথম উইকেটেই ৭৭ রান উঠে যায়। এভিন লিউইস এবং যশস্বী জয়সওয়াল মিলে তখন রাজস্থানের বোলারদের উপর চড়াও হয়ে বসেছেন। ৭৭ রানের মাথায় ড্যান ক্রিশ্চিয়ানের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। দলের ১০০ রানের মাথায় ফেরেন লিউইস। পাঁচটি চার এবং তিন ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫৮ রান করেন তিনি।


Find Out More:

Related Articles: