পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলীর বেঙ্গালুরুর থেকে কিছুটা হলেও এগিয়ে থেকে নামছে অইন মর্গ্যানের কলকাতা। আইপিএল-এ দুই দল এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চার বারই জিতেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচটি জিতেছে কলকাতা। সেটি ছিল চলতি আইপিএল-এ লিগ পর্বের শেষ ম্যাচ। কেকেআর জেতে ৯ উইকেটে। দুই দলের যে ২৮টি ম্যাচ হয়েছে, তার মধ্যে ১৭টি ম্যাচেই কেকেআর প্রথমে ব্যাট করেছে। তার মধ্যে জিতেছে সাতটি। প্রথমে ব্যাট করে কোহলীরা জিতেছেন মাত্র তিনটি ম্যাচ।
অন্যদিকে, প্লে অফ ম্যাচের আগেই নাইট শিবির ছাড়লেন শাকিব আল হাসান (Shakib Al-Hasan)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) জন্য বাংলাদেশ (Bangladesh) শিবিরে যোগ দিতে হবে। সেই জন্য প্লে-অফের ম্যাচ খেলার আগেই জাতীয় দলের যোগ দিলেন এই অলরাউন্ডার। ফলে শাকিবের অর্বতমানে দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল (Andre Russel)। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেনি। তাদের কোয়ালিফায়ারে খেলতে হবে। তাই শাকিব আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের শিবিরে যোগ দিলেন। নাইট শিবিরের জৈব বলয় থেকে বেরিয়ে যাবেন শাকিবকে বাংলাদেশের জৈব বলয়ে ঢুকে যেতে হবে। সেখানে একদিনের জন্য নিভৃতবসে থাকার পাশাপাশি নিয়মমাফিক তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হবে। সেই পর্ব মিটলে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামবেন তিনি। সেই পর্ব মিটলে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামবেন তিনি।
Find out more: