আইপিএল ২০২১ ফাইনালে টস করতে নেমেই বিরল কীর্তি গড়লেন মহেন্দ্র সিং ধোনি। এদিন টি-২০ ক্যাপ্টেন হিসেবে ধোনির ৩০০তম ম্যাচ। ধোনির আগে আর কোনও ক্রিকেটার টি-২০ ক্যাপ্টেন্সির এই মাইলস্টোন ছুঁতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। যিনি ২০৮টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আর কোনও ক্যাপ্টেন টি-২০ ফর্ম্যাটে ২০০ ম্যাচের মাইলস্টোনও ছুঁতে পারেননি। আইপিএলের এই ম্যাচটি চেন্নাইয়ের আরও তিন ক্রিকেটারের কাছে মাইলস্টোনসূচক। ফ্যাফ ডু’প্লেসির আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচ এটি। রবীন্দ্র জাদেজা খেলতে নামেন কেরিয়ারের ২০০তম আইপিএল ম্যাচ। আম্বাতি রায়াড়ু কেরিয়ারের ১৭৫তম আইপিএল ম্যাচ।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যে টিম খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই টিমই খেলছে আইপিএল ২০২১ – এর ফাইনালে। আর চেন্নাইও প্রথম কোয়ালিফায়ারে যে টিম খেলিয়েছিল সেই টিমই ফাইনালে নামাচ্ছে। এর পাশাপাশি ২০১২ সালের বদলা কি চেন্নাই সুপার কিংস নিতে পারবে ? এই প্রশ্ন এখন ঘোরাধুরি করছে। আসলে ২০১২ তে আইপিএল ফাইনাল দেখেছিল এই দুই দলের টক্কর। ফের একবার কলকাতা-চেন্নাই শিরোপা জয়ের লড়াইয়ে। আজ থেকে ৯ বছর আগে ২৭ মে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গৌতম গম্ভীরের কেকেআরের কাছে হেরেছিল ধোনির সিএসকে। এবার দেখার ফাইনালে শেষ হাসি কে হাসে।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুবমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসেন, শিবম মাভি এবং বরুন চক্রবর্তী

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ : ঋতুরাজ গাইকোয়ার্ড, ফাফ ডু প্লেসিস, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রাইডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, ডোয়ান ব্রাভো, দীপক চাহার এবং জোশ হ্যাজালউড

Find out more: