তবে আজকের ম্যাচে আরও একটা ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। আজকে যদি তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচের নজির গড়তে পারবেন চেজ মাস্টার কোহলি। এখনও পর্যন্ত সচিন এবং কোহলি দু’জনেই ৩ বার করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
দেখে নেওয়া যাক, কে কোন বছরে এই খেতাব অর্জন করেছেন:
সচিন তেন্ডুলকর:
৪ মার্চ, ১৯৯২, সিডনি
৪৩ রানে জয় ভারতের
ভারত: ৪৯ ওভারে ৭ উইকেটে ২১৬ রান, পাকিস্তান: ৪৮.১ ওভারে ১৭৩ রানে অল আউট
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সচিন তেন্ডুলকর
১ মার্চ, ২০০৩, সেঞ্চুরিয়ন
৬ উইকেটে জয়লাভ করেছিল ভারত (২৬ বল বাকি থাকতেই)
পাকিস্তান: ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান, ভারত: ৪৫.৪ ওভারে ৪ উইকেটে ২৭৬ রান
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সচিন তেন্ডুলকর
৩০ মার্চ, ২০১১, মোহালি (বিশ্বকাপের সেমিফাইনাল)
২৯ রানে জয়লাভ করেছিল ভারত
ভারত: ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান, পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৩১ রানে অল আউট
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সচিন তেন্ডুলকর
বিরাট কোহলি:
১৫ ফেব্রুয়ারি, ২০১৫, অ্যাডিলেড
৭৬ রানে জয়লাভ করেছিল ভারত
ভারত: ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান, পাকিস্তান: ৪৭ ওভারে ২২৪ রানে অলআউট
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি
২০ মার্চ, ২০১৫, কলম্বো (টি-২০)
৮ উইকেটে জয়লাভ ভারতের
পাকিস্তান: ১২৮, ভারত: ১২৯-২
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি
১৯ মার্চ, ২০১৬, কলকাতা (টি-২০)
পাকিস্তান: ২০ ওভারে ৫ উইকেটে ১১৮ রান, ভারত: ৪ উইকেটে ১১৮ রান
৬ উইকেটে জয় ভারতের
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি