গব্বর। এই নামেই ভারতীয় টিমে তাঁকে ডাকা হয়। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে টি ২০ বিশ্বকাপ দলে তাঁর জায়গা হয়নি। তিনি শিখর ধাওয়ান। তবে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে বসে ভারতীয় টিমের জন্য গলা ফাটাতে তাঁকে দেখা গিয়েছে। এমনকী মাঠে থাকলে যেভাবে প্রত্যেক বলে তাঁর রিঅ্যাকশন পাওয়া যায়, গ্যালারিতেও তার ব্যতিক্রম হয়নি। আসলে বাদ পড়লেও তিনি তো ভারতীয় দলেরই সদস্য। ফিরে আসা যে শুধু সময়ের অপেক্ষা।

এ হেন টিম ইন্ডিয়ার গব্বরকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হলো। দীর্ঘদিন ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানোর পুরস্কার পেতে চলেছেন শিখর ধাওয়ান। একমাত্র ক্রিকেটার হিসেবে এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গব্বর।

ধাওয়ান ছাড়া এবছর অর্জুন পুরস্কারের জন্য কাদের বেছে নেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক -শ্রীজেশ ও মনপ্রীত সিং ছাড়া টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতা ভারতীয় হকি দলের সব সদস্য এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শ্রীজেশ ও মনপ্রীত আগেই অর্জুন পুরস্কার পেয়েছেন। এছাড়া শিখর ধাওয়ান (ক্রিকেট), অরপিন্দর সিং (অ্যাথলেটিস্ক), সিমরনজিৎ কউর (বক্সিং), ভবানী দেবী (ফেন্সিং), মনিকা (হকি), বন্দনা (হকি), অভিষেক বর্মা (শুটিং), সন্দীপ নারওয়াল (কবাডি), অঙ্কিতা রায়না (টেনিস), দীপক পুনিয়া (কুস্তি), ভাবিনা প্যাটেল (টেবিল টেনিস), যোগেশ কাথুনিয়া (ডিসকাস), নিশাদ কুমার (হাই-জাম্প), প্রবীণ কুমার (হাই-জাম্প), শরদ কুমার (হাই-জাম্প), সুহাস (ব্যাডমিন্টন), সিংহরাজ আধানা (শুটিং), হরবিন্দর সিং (তিরন্দাজি)।

প্রসঙ্গত, ১০ উইকেটে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেই নিয়ে চর্চা চলছেই। তবে ম্যাচ হেরে এবার ডু অর ডাই পরিস্থিতি ভারতের। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। ওই ম্যাচে হারলেই সেমিফাইনালে যাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার কাছে। তবে বাকি তিনটে ম্যাচ তুলনায় সহজ বলেই আশা ভারতীয় সমর্থকদের।

Find out more: