দুরন্ত নজির গড়লেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন কিউয়ি ওপেনার। দরকার ছিল মাত্র ২৪ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে ইভান্সকে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান গাপ্তিল। কিউয়ি তারকার আগে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক টপকেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আজ ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে। তাই রশিদ খানদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক- লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকেই ওপেন করতে দেখা যাবে। কারণ, নিউজিল্যান্ড ম্যাচে ইসান কিসানকে ওপেন করিয়ে কোনও ফল পাওয়া যানি। তাই রোহিত শর্মাই ওপেন করবে ধরে নেওয়া যাচ্ছে। তিনে অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামবে বলে ধরে নেওয়া যায়। চারে নামতে পারে ইসান কিসান। ইশান কিসান ফর্মে থাকায় প্রথম একাদশে থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সূর্যকুমারে চোট নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থই থাকবেন। তবে শার্দুলকে প্রথম একাদশেই দেখা যেতে পারে। আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। রান করতে পারেননি। বল হাতেও সফল হননি। হয়ত আরও সুযোগ পাবেন শার্দূল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তিনি সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেছিলেন। তা ছাড়া দলে আর কোনও বাঁহাতি স্পিনার নেই। তাই রবীন্দ্র জাদেজা থাকবেনই।

Find out more: