টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয়ম রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হতো। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জিতেছে। বাকি রয়েছে স্কটল্যান্ড ম্যাচ ও নামিবিয়ার সঙ্গে ম্যাচ।
আগামিকাল অর্থাৎ শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নিন – লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকেই ওপেন করতে দেখা যাবে। কারণ, নিউজিল্যান্ড ম্যাচে ইসান কিসানকে ওপেন করিয়ে কোনও ফল পাওয়া যানি। তাই রোহিত শর্মাই ওপেন করবে ধরে নেওয়া যাচ্ছে। এবং আফগানিস্তান ম্যাচে দুই ওপেনারই নিজেদের প্রতিবার প্রতি সুবিচার করেছে।
তিনে অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামবে বলে ধরে নেওয়া যায়। চারে নামতে পারে ইসান কিসান। ইশান কিসান ফর্মে থাকায় প্রথম একাদশে থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থই থাকবেন। তবে শার্দুলের জায়গায় দলে আসতে পারেন ভূবনেশ্বর কুমার। জাদেজা থাকবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তিনি সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেছিলেন। তা ছাড়া দলে আর কোনও বাঁহাতি স্পিনার নেই। তাই রবীন্দ্র জাদেজা থাকবেনই। যশপ্রীত বুমরার সঙ্গে শামি থাকবেন। রবিচন্দ্ন অশ্বিন আসায় দলের স্পিন অ্যাটাক অনেক ধারাল হয়েছে।
সম্ভাব্য প্রথম একাদশ :
রোহিত শর্মা
কেএল রাহুল
বিরাট কোহলি
সূর্যকুমার যাদব
ঋষভ পন্ত
হার্দিক পাণ্ডিয়া
রবীন্দ্র জাদেজা
রবিচন্দ্ন অশ্বিন
ভূবনেশ্বর কুমার
মহম্মদ শামি
জসপ্রীত বুমরা
Find out more: