২ বছর পর ক্রিকেটের নন্দন কাননে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ ইডেনে খেলবে ভারত। উত্তেজনায় ফুটছে কলকাতার ক্রিকেটপ্রেমী দর্শকরা। স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে যে জল্পনা চলছিল, তারও অবসান হয়েছে। ৭০ শতাংশ দর্শকের অনুমতি রয়েছে। বাকি রইল টিকিটের দাম! ভারত – নিউজিল্যান্ড ম্যাচে ইডেনে টিকিটের দাম ধার্য করা হয়েছে ৬৫০ টাকা ও ১৫০০ টাকা। এই ম্যাচের টিকিট লাইফ মেম্বারদেরও দেওয়া হবে বলে সূত্রের খবর। তবে এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আর এই ম্যাচের জন্য সিএবি কি বলছে? ইতিমধ্যেই ইডেন পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ডের একটি রেইকি দল।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘এখানকার সুযোগ সুবিধা পরিদর্শন করার পর নিউজিল্যান্ডের এই রেইকি দল সন্তোষ প্রকাশ করেছে। ইডেনের জৈব সুরক্ষা বলয় যথেষ্ট ভালো। সেকারণে কিউয়ি টেস্ট দল কানপুর যাওয়ার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অনুশীলন সেরে যাবে।’ সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমরা ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। আশা করছি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’ অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) পর্ব মিটতেই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের পূর্ণ দায়িত্ব পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত (Team India)। এর আগে অধিনায়ক হিসেবে ‘হিট ম্যান’এর নাম ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। বিরাট কোহলির পরবর্তী যুগে যে রোহিতের হাতে টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই এই ঘোষণা প্রত্যাশিত। অন্যদিকে এই ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে কেএল রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করল বোর্ড।
Find out more: