এর নামই ক্রিকেট। ক্রিকেট প্রেমী থেকে বিশেষজ্ঞ, প্রায় বেশিরভাগের মত এটা মধুর বদলা। ২০১৯ -এর ওয়ান ডে বিশ্বকাপের মধুর বদলা টি-২০ বিশ্বকাপ নিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত ম্যাচ ছিল ৫০-৫০, কিন্তু তারপরই ম্যাচের রং বদলে যায়। ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেল কেন উইলিয়ামসনের দল।

আর এই হারের ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। নাসের হুসেনের মতে, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ দিকের বোলিংই ভুগিয়েছে। যখন শেষ ওভারে বেন স্টোকস চার ছক্কা খেয়েছিল। বুধবার রাতেও সেটাই হয়েছে। ইংল্যান্ড দল এই ব্যাপারেই নিয়মিত ভালো করতে পারছে না।’ শেষ দিকে বোলিং নিয়ে যে ইংল্যান্ড সঠিক পরিকল্পনা করতে পারেনি, সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক। নাসের হুসেনের সংযোজন, ‘পুরো টুর্নামেন্টে ইংল্যান্ড শর্ট লেনথে বল করার চেষ্টা করেছে এবং ব্যাটের স্টিকারে লাগাতে চেয়েছে। এবং তারা ওই পরিকল্পনা নিয়েই খুশি ছিল। কিন্তু ভাগ্য বদলে দেওয়া সেই ওভারে জর্ডান হয় ওয়াইডে বল করেছে না হলে ব্যাটের সামনে ফেলেছে এবং জিমি নিশাম ম্যাচের রূপ বদলে দিয়েছে।’

প্রসঙ্গত, বুধবার আবুধাবিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২১-র ফাইনালে উঠল কিউইরা। এই নিয়ে পরপর দুটো বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড। তবে এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। রবিবার ফাইনালে দুবাইয়ে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে জয়ী দল।

আজ নিউ জিল্যান্ডের জয়ের নায়ক ডেরিল মিচেল (৪৮ বলে ৭৩ রান)। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৪ উইকেটে ১৬৬ রান। নিউ জিল্যান্ড একটা সময় খারাপ অবস্থায় ছিল। ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। শেষের দিকে কিউই ওপেনার ডেরিল মিচেল ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন। কেন উইলিয়ামসন (৫) ব্যর্থ হলেও দলগত সংহতিতে ফের বড় তারকা ছাড়াই আরও একটা বিশ্বকাপের ফাইনালে উঠল কিউইরা।


Find out more: