ঘরের মাঠে অনন্য সম্মান ঘরের ছেলেকে। ভারত - নিউজিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ইডেনে বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কথা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। প্রসঙ্গত, তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল। আর প্রথম ম্যাচে জয় দিয়েই ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের কোচিং শুরু হলো। ঘরের মাঠে অনন্য সম্মান ঘরের ছেলেকে। ভারত - নিউজিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ইডেনে বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কথা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। প্রসঙ্গত, তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল। আর প্রথম ম্যাচে জয় দিয়েই ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের কোচিং শুরু হলো।

উল্লেখ্য, ২০১৫ সালে সিএবি (Cricket Association of Bengal) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, ২০১৬ সালে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 'ইডেন বেল' বসিয়েছিলেন মহারাজ। ঐতিহ্যবাহী 'লর্ডস বেল'এর আদলে এই 'ইডেন বেল' বসানো হয়েছিল। ২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় 'ইডেন বেল'এর উদ্বোধন করা হয়। প্রথমবার বেল বাজিয়েছিলেন কপিল দেব। এরপর সুনীল গাভাসকর, নাসির হুসেন, মহম্মদ আজহারউদ্দিন ছাড়াও বিস্বনাথন আনন্দ পর্যন্ত 'ইডেন বেল' বাজিয়েছিলেন। এমনকি ২০১৯ সালে ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্টের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 'ইডেন বেল' বাজিয়েছিলেন।

Find out more: