ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মহিলা সহকর্মীকে নিজের আপত্তিকর ছবি পাঠানোর পাশাপাশি যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ চালাচালির অভিযোগ পেইনের বিরুদ্ধে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নিজেই পদত্যাগের কথা জানান পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার ত্রিকেট বোর্ড তা মেনে নিয়েছে। ঘটনাটি ২০১৭ সালে ব্রিসবেনের গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্টের দিন এবং তার আগের দিনের। অস্ট্রেলিয়ার ‘হেরাল্ড সান’ সংবাদপত্রের খবর অনুযায়ী, পেইন এক মহিলা কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় ম্যাসেজ পাঠান। অস্ট্রেলিয়ার ত্রিকেট বোর্ড তা মেনে নিয়েছে। ঘটনাটি ২০১৭ সালে ব্রিসবেনের গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্টের দিন এবং তার আগের দিনের। অস্ট্রেলিয়ার ‘হেরাল্ড সান’ সংবাদপত্রের খবর অনুযায়ী, পেইন এক মহিলা কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় ম্যাসেজ পাঠান।


পেইন এক প্রেস বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বলেন, "অস্ট্রেলিয়া পুরুষ টেস্ট দলের অধিনায়কত্বের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম। আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আমার, আমার পরিবার ও পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। ২০১৭ -তে আমার কার্যকলাপের প্রতিক্রিয়া থেকে বলতে পারি যে, একজন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের এই মান হতে পারে না। বৃহত্তর পরিসরের কথা ভেবেও বললাম।" ২০১৮-র মার্চে স্টিভ স্মিথ (Steve Smith) বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্যাপ্টেনসি খুইয়েছিলেন। তাঁর জায়গায় ডন ব্র্যাডম্যানের দেশের ৪৬ তম টেস্ট ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নেন স্মিথ।

Find out more: