শ্রেয়াস আইয়ারের ৬৫ রানের ঝকঝকে ইনিংস, তারপর ঋদ্ধিমান সাহার অপরাজিত ৬১ রানের ইনিংস। আর এই দুই ব্যাটারের দাপটে কানপুর টেস্টে চালকের আসনে ভারত। আজ অর্থাৎ টেস্টের চতুর্থ দিনে ৭ উইকেট হারিয়ে ভারত ২৩৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। লিড ৪৯ রান থাকায় মোট রান ২৮৩ হয়। আর তারপর নিউজিল্যান্ড ব্যাট করতে নামায় প্রথমেই অশ্বিনের বলে আউট হন ইয়ং। দিনের শেষে মাত্র চার রানে ১ উইকেট হারিয়ে চাপে কিউইরা।
যদি ভারতের ইনিংসের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, চতুর্থ দিনের প্রথম সেশনে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিষেক টেস্টে নিজের জাত চেনালেন শ্রেয়স। প্রথম ইনিংসে শতরানের পরে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন তিনি। ঘাড়ে ব্যথা নিয়ে অর্ধশতরান এল ঋদ্ধির ব্যাট থেকে। চতুর্থ দিনের শুরুতে প্রথমে চেতেশ্বর পুজারার উইকেট হারায় ভারত। ২২ রান করে আউট হন তিনি। রান পাননি অধিনায়ক রহাণে। তার পরে একই ওভারে ময়াঙ্ক আগরওয়াল ও রবীন্দ্র জাডেজাকে আউট করে ভারতকে জোড়া ধাক্কা দেন টিম সাউদি। ৫১ রানে ৫ উইকেট পড়ে যায়। দেখে মনে হচ্ছিল তাড়াতাড়ি ইনিংস শেষ হয়ে যাবে। তখনই দেখা গেল দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন শ্রেয়স। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও তার পরে ঋদ্ধিমানের সঙ্গে অর্ধশতরানের জুটি বাঁধেন তিনি। অশ্বিন ৩২ করে আউট হন। শ্রেয়স অর্ধশতরান করার পরে ৬৫ রানের মাথায় আউট হন। তিনিই ভারতের প্রথম ব্যাটার যিনি অভিষেক টেস্টের এক ইনিংসে শতরান ও অন্য ইনিংসে অর্ধশতরান করলেন।
Find out more: