অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দল জানিয়ে দিলেন কামিন্স। বুধবার থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের দল ঘোষণা করে দিলেন কামিন্স। পেন না থাকায় দলের উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে অ্যালেক্স ক্যারিকে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ক্যারির জায়গায় ম্যাথু ওয়েডকে নেওয়া হয়েছিল দলে। এ বার টেস্ট দলে সুযোগ পেলেন ক্যারি। দলের পাঁচ নম্বর ব্যাটার কে হবেন তা নিয়ে লড়াই ছিল উসমান খোয়াজা ও ট্র্যাভিস হেডের মধ্যে। শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন হেড। দলের বোলিং আক্রমণ সামলাবেন অভিজ্ঞ তিন পেসার। কামিন্সের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিন আক্রমণ সামলাবেন নেথন লায়ন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন। পাঁচ ব্যাটার, উইকেটরক্ষক, এক অলরাউন্ডার ও চার বোলারে নামবে অস্ট্রেলিয়া। প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথন লায়ন, জশ হ্যাজলউড।
অন্যদিকে, ২৪ টি টেস্টের ৪২টি ইনিংস হয়ে গেল চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ব্যাটে তিন অঙ্কের রান আসেনি। শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ১৯৩ রান করেছিলেন পূজারা। তাও আবার ২০১৯। সেট হয়েও বারবার প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন ভারতীয় টেস্ট ব্যাটিং লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। কয়েক দিন পরেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে রওনা দেবে ভারতীয় দল (Team India)। এমন সময় পূজারার বড় রান না পাওয়া নিয়ে চিন্তিত ভিভিএস লক্ষণ (VVS Laxman)। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারা আউট হতেই তাঁকে নিয়ে ফের একবার পোস্টমর্টেম করলেন ভারতের প্রাক্তন ব্যাটার।
Find out more: