দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে তৃতীয় দিনে মহম্মদ শামি ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্ট কেরিয়ারে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। স্বাভাবিকভাবেই এমন মাইলস্টোনের জন্য তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন তারকারা। সেই তালিকায় নাম লেখান টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচও। পঞ্চম ভারতীয় পেসার হিসেবে এমন অনবদ্য মাইল ফলক ছুঁয়ে ফেলেন শামি।

মহম্মদ শামি তাঁর কেরিয়ারের ১০০তম টেস্ট উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নেই। সুতরাং একই প্রতিপক্ষের বিরুদ্ধে একই মাঠে শামি কেরিয়ারের ১০০ ও ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।

তবে শামির আগুনে বোলিংয়ের কিছু রেকর্ড একনজরে দেখে নিন-

১) ২০১৩ সাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছিলেন শামি।প্রথম ইনিংসে ৭১ রানে উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪৭ রানে ৫ উইকেট।

২) ২০১৫ সাল: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫৭২ (ডিক্লেয়ার) তুললেও, শামি নিয়েছিলেন ১১২ রানে ৫ উইকেট।

৩) ২০১৭-১৮: জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান তোলে ভারত। ফলে প্রোটিয়াসদের লক্ষ্য দাঁড়ায় ২৪১ রানের। তবে শামির আগুন ঝরানো বোলিংয়ের জন্য মাত্র ১৭৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শামি নিয়েছিলেন ২৮ রানে ৫ উইকেট। ভারত সেই টেস্ট ৬৩ রানে জিতে যায়।

৪) ২০১৮ সাল: পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠেন মহম্মদ শামি। টেস্টে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে নিয়েছিলেন ৫৬ রানে ৬ উইকেট।

৫) ২০১৯ সাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন শামি। সেই সুবাদে ২০৩ রানে প্রথম টেস্ট জিতে যায় ভারতীয় দল।

৬) ২০২১ সাল: সেঞ্চুরিয়ানে টেস্ট চলছে। প্রথম ইনিংসে শামি ৪৪ রানে ৫ উইকেট নেন।

Find out more: