ভারত অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামলেই রেকর্ড। এবারও তার অন্যথা হলো না। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে বুমরা পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ করে দিয়েছিল ২১০ রানে। ভারত লিড নেয় ১৩ রানের। ভারতের হয়ে আগুনে বোলিং করেন জসপ্রীত বুমরা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। দু'টি করে উইকেট পেলেন উমেশ যাদব, মহম্মদ শামির। একটি উইকেট শার্দূল ঠাকুরের। অন্যদিকে ক্যাপ্টেন কোহলি এদিন করে ফেললেন এক অনন্য সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে কোহলির ১০০টি ক্যাচ নেওয়া হয়ে গেল। অনন্য সেঞ্চুরির এলিট ক্লাবে কোহলি নাম লেখালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও সচিন তেন্ডুলকরদের (Sachin Tendulkar) ক্লাবে। এদিন শামির বলে টেম্বা বাভুমার ক্যাচ তালুবন্দি করতেই কোহলির শততম টেস্ট ক্যাচ চলে আসে।
চার বছর আগে কেপ টাউনের নিউল্যান্ডসেই টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। আবার সেই মাঠে ফিরে এসে টেস্ট জীবনে সপ্তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। যা নিয়ে বুমরা বলেছেন, ‘‘যে মাঠে টেস্ট অভিষেক হয়েছিল, সেখানে আবার খেলার অনুভূতিটাই আলাদা।’’ পাশাপাশি বুধবার খেলার পরে সাংবাদিক বৈঠকে এসে বুমরা বলে যান, ‘‘চার বছর আগে এই মাঠেই বিরাটের নেতৃত্বে আমার টেস্ট অভিষেক হয়েছিল। ওর নেতৃত্বে খেলার আনন্দটাই আলাদা।’’ কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বুমরা। বলেছেন, ‘‘বিরাট সব সময় আমাদের পাশে থেকেছে। দলের সব বোলারকে ও উদ্ধুদ্ধ করে। তরতাজা রাখে দলটাকে। ’’
Find out more: