তিন ক্রিকেটারের নাম জানাল আইপিএল-এর নতুন দল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দল কিনে নিয়েছে ভারতের এক দিনের ও টি২০ দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুলকে। নতুন মরসুমে রাহুলই দলের অধিনায়ক হবেন বলে খবর। রাহুল ছাড়াও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকেও কিনেছে লখনউ। রাহুলের জন্য তাদের খরচ হয়েছে ১৫ কোটি টাকা। স্টোইনিসকে ১১ কোটি ও বিষ্ণোইকে ৪ কোটি টাকায় কেনা হয়েছে। অর্থাৎ আইপিএল-এর নিলামে ৬০ কোটি টাকা নিয়ে নামবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সাল থেকে আইপিএল-এর অন্যতম ধারাবাহিক ক্রিকেটার রাহুল। শেষ তিন মরসুমেই পঞ্জাব কিংসের হয়ে রান করেছেন তিনি। গত দুই মরসুম দলের অধিনায়কও ছিলেন তিনি। তাই অধিনায়ক হিসেবেই তাঁকে লখনউ নিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে বিষ্ণোইকেও পঞ্জাব থেকে কেনা হয়েছে। স্টোইনিস দিল্লি ক্যাপিটালস থেকে লখনউ যাচ্ছেন।
অন্যদিকে, ভারতীয় ক্রিকেটে পড়ে গেল শোরগোল। তামিলনাড়ুর অলরাউন্ডার রাজাগোপাল সতীশ (Rajagopal Sathish) বেঙ্গালুরু পুলিসের কাছে এই মর্মে অভিযোগ করেছেন যে, বানি আনন্দ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁকে ম্যাচ গড়াপেটা করার জন্য ৪০ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছেন! এমনটাই রিপোর্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ। যদিও সেই টাকা নেননি আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (২০১০-১১), কিংস ইলেভেন পঞ্জাব ( অধুনা পঞ্জাব কিংস, ২০১২-১৩) ও কলকাতা নাইট রাইডার্সে (২০১৬-১৭) খেলা ক্রিকেটার। রাজাগোপালের থেকে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে বেঙ্গালুরুর পুলিস। অভিযুক্তকে ধরার জন্য গঠন করা হয়েছে বিশেষ দলও। বেঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, "গত ৩ জানুয়ারি বানি আনন্দ নামের এক ব্যক্তি সতীশকে ইনস্টাগ্রামে মেসেজ করে ৪০ লক্ষ টাকা পাঠানোর কথা বলেন। সে এও সতীশকে জানিয়েছে যে, আরও দুই ক্রিকেটার ইতিমধ্যে এই প্রস্তাবে রাজি হয়েছেন।"
Find out more: