হার্দিক পাণ্ডিয়ার বিকল্প খুঁজে পাওয়া গিয়েছে। অন্তত এমনটাই মনে হয়েছে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ভারতের নতুন অধিনায়ক কেএল রাহুলের গলায়। রোহিত শর্মার পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে রাহুলের হাতে। পার্লের বোল্যান্ড পার্কে প্রথম ওয়ানডে ম্য়াচে নামার আগে রাহুল সাংবাদিকদের বলেন, "ভেঙ্কটেশ খেলার জন্য রোমাঞ্চিত। আইপিএলে গতবার কেকেআরের হয়ে খেলার পর ও নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। ভাল পারফর্মও করে। আমরা ষষ্ঠ বোলার হিসাবে ভেঙ্কটেশকে ভাবছি। ও সুযোগ পাবে। একজন ফাস্ট বোলার অলরাউন্ডার সবসময় দলের সম্পদ। টিমের ব্যালান্স ঠিক থাকে। ভেঙ্কটেশকে নেটেও খুব ভাল খেলেছে।
অন্যদিকে, এক দিনের সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডাকে বিশ্রাম দেওয়া হল। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে তরতাজা রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক দিনের সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডাকে বিশ্রাম দেওয়া হল। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে তরতাজা রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সব থেকে বেশি ২০টি উইকেট নিয়েছেন রাবাডা। সিরিজ জিততে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে ১০০ শতাংশ ফিট রাখতে চাইছে ম্যানেজমেন্ট। রাবাডাকে ছেড়ে দিলেও অবশ্য তাঁর বদলি হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। অতিরিক্ত বোলার হিসাবে দলের সঙ্গে রয়েছেন জর্জ লিন্ডে।
Find out more: