বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন স্মৃতি মান্ধানা। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে অপরাজিত ৮০ এবং অপরাজিত ৪৮ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মন্ধানা। এ ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও ৭৮ রানের ইনিংস পাওয়া গিয়েছিল এই ওপেনারের ব্যাট থেকে। একই রকম ফর্ম ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েও। ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি করেন, টেস্টে জীবনের প্রথম সেঞ্চুরি। গত বছর সব মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৫ রান করেন মন্ধানা। সঙ্গে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। গড় ৩৮.৮৫। বর্ষসেরা হয়ে মন্ধানা বলেছেন, ‘‘এই পুরস্কার পেয়ে আমি রীতিমতো সম্মানিত। গত বছর একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। তার মধ্যে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে আইসিসি প্রেরণা জুগিয়েছে এই বছর আরও ভাল কিছু করার।’’

অন্যদিকে, এবার আইপিএল-এ (IPL 2022) আটের বদলে অংশ নিচ্ছে ১০টি দল। গত ২৫ অক্টোবর জানা যায় যে, দুটি নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি গ্রুপ (RPSG Group) ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital)। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। সেখানে দ্বিতীয় দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে। এতদিন পর্যন্ত লখনউ ফ্র্যাঞ্চাইজির কোনও নাম ছিল না। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে ছিলেন যে, ফ্যানরাই ঠিক করবেন, এই ফ্র্যাঞ্চাইজির কী নাম হবে। সোমবার দলের কর্ণধার জানিয়ে দিলেন যে, টিমের নামকরণ করেছেন ফ্যানরা। লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম হয়েছে লখনউ সুপার জায়েন্টস।

Find out more: