ক্রিকেটে ফিরলেন কিংবদন্তী শ্রীলঙ্কার পেস বোলার লাথিস মালিঙ্গা। আগামী মাসে পাঁচ ম্য়াচের টি-২০ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেই সফরের কথা মাথায় রেখে শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) বোর্ড মালিঙ্গাকে বোলিং স্ট্র্যাটেজি কোচের গুরুদায়িত্ব দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের এক্সিকিউটিভ কমিটি ও টেকনিক্যাল অ্যাজভাইজরি কমিটি আলোচনার পরেই তাঁদের দেশের কিংবদন্তিকে এই স্বল্প মেয়াদী বিশেষজ্ঞ কোচের দায়িত্বে বহাল করেছে। আগামী ১ ফ্রেবুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালিঙ্গার কোচিংয়ের মেয়াদ।
এর আগে ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছিলেন মালিঙ্গা। তিনি বিশ্বের চার জন বোলারদের এক জন যাঁর টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০-র বেশি উইকেট রয়েছে। নতুন দায়িত্ব পেয়ে মালিঙ্গা বলেছেন, “আমাদের হাতে তরুণ প্রতিভাবান বোলাররা রয়েছে। ওদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব ভেবে আমি উত্তেজিত।” শুধু মালিঙ্গাই নন, অস্ট্রেলিয়া সফরের জন্য রুমেশ রত্নায়েকেকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করেছে শ্রীলঙ্কা বোর্ড। তবে দলের সঙ্গে তিনি যাচ্ছেন না। সিডনিতে সিরিজ শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন। নতুন দায়িত্ব পেয়ে মালিঙ্গা বলেছেন, “আমাদের হাতে তরুণ প্রতিভাবান বোলাররা রয়েছে। ওদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব ভেবে আমি উত্তেজিত।” শুধু মালিঙ্গাই নন, অস্ট্রেলিয়া সফরের জন্য রুমেশ রত্নায়েকেকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করেছে শ্রীলঙ্কা বোর্ড। তবে দলের সঙ্গে তিনি যাচ্ছেন না। সিডনিতে সিরিজ শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন।
Find out more: