এ বার কলকাতা নয়, বরং মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। এই মুহূর্তে মুম্বইয়ে বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করছেন কার্তিক। নিজেকে তৈরি রাখছেন। প্রস্তুতির ফাঁকেই সংবাদ সংস্থা পিটিআই-কে কার্তিক বলেন, ‘‘কোন ফ্র্যাঞ্চাইজি আমাকে নিলামে কিনবে সেটা তো আমার হাতে নেই। কিন্তু যদি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারি তা হলে খুব ভাল লাগবে। কারণ আমি চেন্নাইয়ের ছেলে। ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা অন্য রকম। তবে যে দলেই যাই না কেন, সেটা আমার কাছে খুব সম্মানের। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’ আইপিএল-এ ২১৩টি ম্যাচ খেলেছেন কার্তিক। রান করেছেন ৪০৪৬। ১৯টি অর্ধশতরান রয়েছে। এখনও পর্যন্ত মোট ছ’টি দলের হয়ে আইপিএল-এ খেলেছেন কার্তিক। কিন্তু হলুদ জার্সিতে তাঁকে দেখা যায়নি। ধোনি থাকায় দ্বিতীয় উইকেটরক্ষকের বিষয়ে হয়তো ভাবেননি চেন্নাই কর্তারা।
অন্যদিকে, পুরো নাম দীপক জগবীর হুডা (Deepak Hooda)। ঘরোয়া ক্রিকেটে রীতিমতো প্রতিষ্ঠিত এই নাম। হরিয়ানার বছর ছাব্বিশের অলরাউন্ডার। প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-২০ ফরম্যাট মিলিয়ে ৭ হাজারের ওপর রান করা হয়ে গিয়েছে হুডার। হাত ঘুরিয়ে এই অফস্পিনার পেয়েছেন ৬৭টি উইকেটও। অবশেষে হুডার বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হুডা নিজের ছাপ রেখেছেন ব্যাট হাতে। হুডার অভিষেক ইনিংস দেখার সুযোগ হাতছাড়া করবেন না বলে ইরফান পাঠান (Irfan Pathan) মোবাইলে স্ট্রিম করেই খেলা দেখলেন। ট্রাফিক জামে পাঠানের গাড়ি আটকে ছিল কিছুক্ষণ। পাঠান সেই সময় খেলা দেখলেন শুধুমাত্র হুডার ব্যাটিং দেখবেন বলে। পাঠান নিজেই সেই ছবি শেয়ার করেন টুইটারে। আহমেদাবাদে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দল টস হেরে প্রথমে ব্যাট করে রোহিতদের জেতার জন্য দিয়েছিল ১৭৭ রানের টার্গেট।
Find out more: