ওপেন করতে নেমে তাঁর দুরন্ত শুরুর ফলেই মাঝের সারির ব্যাটারদের রান তুলতে সমস্যা হয়নি বলে মনে করছেন সূর্য। বলে দিলেন, ‘‘শুরু থেকেই রোহিত ভাইয়ের ব্যাটে বল লাগছিল। ওপেনারেরা ভাল ব্যাট করলে মাঝের সারির ব্যাটারদের চাপে পড়তে হয় না। আজ সেটাই হল।’’ এ দিকে ইডেনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকবেন বোর্ড ও সিএবির ২৪ হাজার সদস্য। বুধবারই বিশেষ অনুমতি পায় সিএবি। শেষ ম্যাচে ইডেনের প্রত্যেকটি আপার টিয়ার খুূলে দেওয়া হবে।
ওপেন করতে নেমে তাঁর দুরন্ত শুরুর ফলেই মাঝের সারির ব্যাটারদের রান তুলতে সমস্যা হয়নি বলে মনে করছেন সূর্য। বলে দিলেন, ‘‘শুরু থেকেই রোহিত ভাইয়ের ব্যাটে বল লাগছিল। ওপেনারেরা ভাল ব্যাট করলে মাঝের সারির ব্যাটারদের চাপে পড়তে হয় না। আজ সেটাই হল।’’ এ দিকে ইডেনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকবেন বোর্ড ও সিএবির ২৪ হাজার সদস্য। বুধবারই বিশেষ অনুমতি পায় সিএবি। শেষ ম্যাচে ইডেনের প্রত্যেকটি আপার টিয়ার খুূলে দেওয়া হবে।