প্রথম ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। তারপরেই গতকালই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়ার কথাও জেনেছেন। ঠিক তার পরেরদিনই এক ঝোড়ো ইনিংসে নিজের জাত চেনালেন চেতেশ্বর পূজারা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বহুদিন ধরে খারাপ ফর্মে অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা, কেউই ভারতীয় দলে সুযোগ পাননি। ঘটনাক্রমে, মরশুমের প্রথম ম্যাচেই একে অপরের দলের বিরুদ্ধে খেলছেন পূজারা ও রাহানে। ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছিলেন রাহানে। তবে পূজারার ভাগ্যে জুটেছিল শূন্য। দ্বিতীয় ইনিংসে সেই হতাশা দূর করে, কিছুটা অপূজারাচিতই এক ঝোড়ো ইনিংস খেললেন ভারতীয় তারকা।
অন্যদিকে, রঞ্জির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা। প্রথম ইনিংসে বিপর্যয়ের পর চতুর্থ ইনিংসে দুরন্ত লড়াই অভিমন্যু ঈশ্বরণদের। ৩৪৯ রান তাড়া করে ম্যাচ জিতে নিল বাংলা। কটকে প্রথম দিন বাংলার বোলারদের দাপট ছিল। ঈশান পোড়েল, মুকেশ কুমারদের সামনে দাঁড়াতেই পারেনি বরোদা। ১৮১ রানে শেষ হয়ে যায় তারা। কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন মনোজ তিওয়ারিরা। হুড়মুড় করে ভেঙে পরে বাংলার ব্যাটিং। শেষ হয়ে যায় মাত্র ৮৮ রানে। সেই দিনের শেষে বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন যে, দলকে ভাল ব্যাট করতে হবে। দ্বিতীয় ইনিংসে সেটাই করে দেখালেন অভিমন্যুরা। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলে বাংলার সামনে ৩৪৯ রানের লক্ষ্য রাখে বরোদা। চতুর্থ ইনিংসে সেই রান তোলা যে কোনও পরিস্থিতিতেই কঠিন ছিল। কিন্তু অধিনায়ক অভিমন্যু শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন। ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গী হন অনুষ্টুপ মজুমদার। ৩৩ রান করেন তিনি।
Find out more: