শ্রীলঙ্কা সিরিজের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পরে ঋদ্ধিমান সাংবাদমাধ্যমে মুখ খোলেন তাঁর সঙ্গে নির্বাচকপ্রধান চেতন শর্মা ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কী কথা হয়েছিল, সে বিষয়ে। ঋদ্ধি জানান, কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। এবং তারপর কি কথা হয়েছে সেকথাও বলেন ঋদ্ধি। এপ্রসঙ্গে স্নেহাশিস বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, বিসিসিআই ও নির্বাচক প্রধানের সঙ্গে ওর (ঋদ্ধির) যা কথা হয়েছে, সেগুলি নিতান্ত ব্যক্তিগত। সবার সামনে সেটা প্রকাশ করা উচিত হয়নি ওর।’ স্নেহাশিস আরও বলেন, ‘তাছাড়া ওর রঞ্জি খেলা উচিত ছিল। ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়াতে চায়। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ওর জন্য দরজা সব সময় খোলা রয়েছে। যখন চাইবে দলের সঙ্গে যোগ দিতে পারে।’

অন্যদিকে, ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরেই বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। দেশের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটারকে বিন্দুমাত্র ভদ্রতা ও সৌজন্যবোধ না দেখিয়েই সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট! এই মর্মে প্রাক্তনীদের একাংশ রীতিমতো সরব। এই পরিস্থিতিতেই এক সাংবাদিক ঋদ্ধিমানকে মেসেজ করে'হুমকি' দিয়েছেন! যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। বীরেন্দ্র শেহওয়াগ থেকে শুরু করে হরভজন সিং হয়ে ইরফার পাঠান ও আরপি সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা বঙ্গ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন তাঁর জাতীয় দলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী। তিনি টুইটারে ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এই বিষয়ে শাস্ত্রী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।

Find out more: