২০২১ আইপিএলের প্রথম ভাগে সেই ভাবে দাগ কাটতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় লেগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল কেকআর। আর সেই অপ্রতিরোধ্য হওয়ার কারণেই সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু হারতে হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। এবারে অর্থাৎ ২০২২ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হতে পারে। অন্তত এমনটাই শোনা যাচ্ছে। তবে এ বার আর মর্গ্যান নেই। নেতৃত্বের ব্যাটন গিয়েছে শ্রেয়স আয়ারের হাতে। আর এ বার আইপিএল-এর শুরু হতে পারে এই দু’দলের ম্যাচ দিয়েই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৬ মার্চ প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও সিএসকে। এ বারের আইপিএল-এর গ্রুপ পর্বের নিয়ম অবশ্য বদলে গিয়েছে। আগের মতো সব দল সব দলের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে না। সেই নিয়মে কলকাতার সঙ্গে চেন্নাইয়ের একটি ম্যাচই হওয়ার কথা। সেটি একদম শুরুতেই হয়ে যেতে পারে।

গ্রুপ পর্বে হবে মোট ৭০টি খেলা। করোনা পরিস্থিতিতে মুম্বই ও পুণেতেই প্রতিযোগিতা করার কথা জানিয়েছে বোর্ড। যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা সেগুলি হল মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। একটি করে ম্যাচ খেলতে হবে ব্রেবোর্ন এবং পুণেতে। তবে প্লে-অফের খেলাগুলি কোন মাঠে হবে তা এখনও নির্ধারিত হয়নি।

Find out more: