দলে ফিরেছেন দেশের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। চেন্নাইয়ের বাসিন্দা শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেট খেলেন। এরপরেই অজানা চোটে অশ্বিন দল থেকে ছিটকে যান। মোহালিতে অশ্বিনের সামনে অনন্য মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিন আর ৫ উইকেট পেলেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়ে যাবেন। অশ্বিন এখনও পর্যন্ত ৮৪ ম্যাচে ৪৩০টি উইকেট নিয়েছেন। অশ্বিনের ঠিক আগেই রয়েছেন কিংবদন্তি কপিল দেব। তাঁর ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। অশ্বিন আর পাঁচ উইকেট পেলেই চলে আসবেন ঠিক অনিল কুম্বলের পরের আসনে। কিংবদন্তি প্রাক্তন স্পিনারের ঝুলিতে আছে ৬১৯টি টেস্ট উইকেট।
অন্যদিকে, দেশের মাটিতে সমর্থকদের সামনে সেই টেস্ট খেলবেন কোহলী। মুকুটহীন কোহলী। টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেই ইতি টেনে দিয়েছিলেন সেই পর্বে। আর লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নতুন রাজা রোহিত। বিরাটের খুলে রাখা মুকুট পরে তিনিও প্রথম বার নীল ব্লেজার পরে টস করতে যাবেন লাল বলের ক্রিকেটে। মোহালি সাক্ষী থাকবে সেই দুই ঘটনার। কিন্তু কোহলীর শততম টেস্ট নিয়ে যে আবেগের বিচ্ছুরণ চোখে পড়ছে, রোহিতের নতুন ইনিংস নিয়ে সেটা কি রয়েছে? চণ্ডীগড়ের রাস্তায় বিরাটের শততম টেস্ট নিয়ে একাধিক বিজ্ঞাপন, মাঠে দর্শক ঢুকতে পারবে জানার পর টিকিটের জন্য লাইন, বিসিসিআই-এর তরফে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের বার্তা, এ সবই তো বিরাটের জন্য।
Find out more: