ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের  খেলা শুরু হওয়ার আগে প্রিয় 'ওয়ার্নি'কে শেষ শ্রদ্ধা জানাল টিম ইন্ডিয়া (Team India)। শুক্রবার সবাইকে চমকে দিয়ে মাত্র ৫২ বছর বয়সে চলে যায় অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড। তাঁর প্রয়াণের পর টুইটারে শোক জানিয়েছিলেন ভারতীয় দলের দুই মহা তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)।  একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুই প্রাক্তন অজি ক্রিকেটার রডনি মার্শ এবং ওয়ার্ন। তাই এ দিনের খেলা শুরু হওয়ার আগে কালো আর্ম ব্যান্ড পরে দুজনকে শ্রদ্ধা জানাল ভারতীয় দল।

বিসিসিআই-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে 'হিট ম্যান' বলেন, 'আমি ভেঙে পড়েছি। ওঁর চলে আমাদের ক্রিকেট জগতের বড় ক্ষতি। শেন ওয়ার্ন এত বড় মাপের ক্রিকেটার ছিলেন যে ওঁকে দেখে পরবর্তী প্রজন্ম লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছে। ওয়ার্ন বলকে বশ মানিয়ে সবাইকে উদবুদ্ধ করেছে। আমি ওঁর পরিবার, তিন সন্তান ও বন্ধুদের প্রতি সান্ত্বনা প্রকাশ করছি।'

প্রসঙ্গত, শনিবার আচমকাই মৃত্যু হয় ওয়ার্নের। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন তিনি। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের। ওয়ার্নের ম্যানেজমেন্টের পক্ষ থেকে শনিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে।’


Find out more: