শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ মাত্র ১৭৪ রানে। সৌজন্যে ভারতীয় বোলিং। জাদেজা নিলেন পাঁচ উইকেট। অশ্বিন এবং বুমরা ২টি করে উইকেট নেন। আর শামি নিলেন ১টি উইকেট। তবে ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে মোহালির বাইশ গজে নেমে শ্রীলঙ্কাকে (INDvsSL) শাসন করেছিলেন রবীন্দ্র জাদেজা। ২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত রইলেন তিনি। মারলেন ১৭টি চার ও ৩টি ছয়। শতরানের পরেই হেলমেটে চুমু খেয়ে 'আইডল' কে স্মরণ করেছিলেন। এরপর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনেও বারবার উঠে এল প্রিয় ওয়ার্নির প্রসঙ্গ। বেশ আবেগতাড়িত হয়ে জাদেজা বলছিলেন, "খবরটা শুনে একেবারে চমকে গিয়েছিলাম। সত্যি বলতে খবরটা কানে আসার পর থেকে কি করব ভেবে উঠতে পারছিলাম না। এত বড় সত্য হলেও এটা মেনে নেওয়া কঠিন। শেন ওয়ার্ন নেই, আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না!"

স্পিন লেজেন্ডের সঙ্গে প্রথম সাক্ষাতের অনুভূতি কেমন ছিল? জাদেজা বললেন, "ওয়ার্নের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা ছিল কোনও ক্যান্ডির দোকানে নিজের স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার মতো। ২০০৮ সালে ওঁর সঙ্গে খেলার সময় আমি একেবারেই আনকোরা ছিলাম। কিন্তু ওয়ার্নি সেটা বুঝতেই দেয়নি। এটাই ছিল ওঁর মহত্ব। ড্রেসিংরুম থেকে মাঠ, সব জায়গায় ওয়ার্নি আমাকে আগলে রেখেছিল।" পরে জাদেজার সংযোজন, "ওয়ার্নির মৃত্যু বুঝিয়ে দিয়ে গেল যে বেঁচে থাকার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু বাস্তব তো মানতেই হবে।  ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিক। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।"

Find out more: