শাকিবকে নিয়ে তোলপাড় বাংলাদেশ ক্রিকেটে। তবে জানা গিয়েছে, বোর্ড কর্তাদের সঙ্গে টেলিফোনে শাকিব জানিয়েছেন, শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেই যেতে চান না তিনি। তাঁর অবস্থান জানার পর বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাড়িতে আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। এরপরেই শাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি। আলোচনার শেষে সাংবাদিক সম্মেলনে জালাল ইউনুস বলেন, "আপনারা জানেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে শাকিব নিজেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলেছিল। ওর শারীরিক অবস্থা খুব ভাল নয়। বুধবার ওর সঙ্গে টেলিফোনে কথা হয়। শাকিবের দাবি ও এখনও শারীরিক এবং মানসিকভাবে আনফিট। সেইজন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাইছে না।"
ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী টেস্ট এবং এক দিনের সিরিজে খেলবেন না শাকিব। আগামী ১২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হবে সফর। এখনও পর্যন্ত শাকিবের পরিবর্ত কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বোর্ড। আপাতত শাকিবকে ছাড়াই এক দিনের সিরিজের দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য, কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না চাওয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ার জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসান এক হাত নিয়েছিলেন শাকিবকে। শাকিবের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আইপিএল-এর ক্ষেত্রেও শাকিব একই আচরণ করবেন কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন। তবে এ ক্ষেত্রে দেখা গেল, শাকিবের দাবি মেনে নিয়েছে বোর্ড।
Find out more: