ফিটনেস পরীক্ষা দিতে সোমবার হার্দিক পাণ্ডিয়া বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসে পৌঁছেছেন। আগামী দু’দিন হার্দিকের ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষায় পাস করলে তবেই তিনি আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিতে পারবেন। মনে করা হচ্ছে, খেলার মতো জায়গায় তিনি পৌঁছে যাবেন। কিন্তু বল করতে পারবেন কিনা, তা নিয়ে এখনও ঘোর সন্দেহ রয়েছে। এই দু’দিনের ফিটনেস পরীক্ষার ফলাফলের উপরেই হার্দিকের বল করতে পারা বা না পারা নির্ভর করছে। সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, ‘‘আগামী দু’দিন হার্দিকের বিভিন্ন পরীক্ষা হবে। যে হেতু খেলতে গেলে অনেক দিন ধরেই এই পরীক্ষায় পাস করা বাদ্ধতামূলক, তাই হার্দিককেও পাস করতে হবে। গত বছর কাঁধের অস্ত্রেপচারের পরে শ্রেয়স আয়ারকেও এই পরীক্ষায় বসতে হয়েছিল।’’

অন্যদিকে, হাতে আর ঠিক ১২ দিন। তারপরেই শুরু পনেরো তম আইপিএল (The Indian Premier League, IPL 2022)। আগামী ২৬ মার্চ এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।  কিন্তু আইপিএলের প্রথম সপ্তাহে কমপক্ষে ২৬ জন বিদেশি ক্রিকেটারকে দেখা যাবে না। ব্যক্তিগত কারণ ও জাতীয় দলের সঙ্গে দায়বদ্ধতার জন্য অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ও ডেভিড ওয়ার্নার (David Warner), দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (Kagiso Rabada) ও কুইন্টন ডি ককের (Quinton de Kock) মতো তারকা ক্রিকেটারদের পাবে না তাঁদের ফ্র্যাঞ্চাইজি। এই মুহর্তে আন্তর্জাতিক ক্রিকেট সূচির দিকে তাকালে দেখা যাবে যে, ওয়েস্টইন্ডিজ টেস্ট খেলছে ইংল্যান্ডের সঙ্গে। আগামী ২৮ মার্চ সিরিজ শেষ। অন্য়দিকে পাকিস্তান খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হবে ৫ এপ্রিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খেলছে বাংলাদেশের সঙ্গে। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট খেলবে দুই দেশ। সিরিজ শেষ হবে ১২ এপ্রিল।

Find out more: