মহম্মদ সিরাজ। এখন ভারতীয় ক্রিকেটে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আজকের সিরাজ হয়ে ওঠার পিছনে বিরাট কোহলির অবদান কম নয়। সেকথাই জানিয়েছেন সিরাজ। সিরাজ ভোলেননি বিরাটের ঋণের কথা। এক সাক্ষাৎকারে সিরাজ বলছেন বিরাটের কথা। ২৭ বছরের হায়দরাবাদি পেসার আজও ভোলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ২০১৮ সালের সেই 'অভিশপ্ত' বছরের কথা। সেই বছর সিরাজ ১১টি উইকেট নিয়েছিলেন ঠিকই, কিন্তু হজম করছিলেন ৩৬৭ রান। ইকনমি ছিল ৮.৯৫। সেই বছরের স্মৃতিচারণা করে সিরাজ বলেন, "২০১৮ সালে আমি আরসিবি-র হয়ে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিলাম। অম্য় যে কোনও ফ্র্যাঞ্চাইজি হলে আমাকে ছেড়ে দিত। অন্য যে কোনও দলে আমি বাদ পড়তাম। কিন্তু কোহলি আমার ওপর আস্থা রেখেছিল। আমাকে সমর্থন করে গিয়েছিল। আজ আমি যা হয়েছি তার পুরো কৃতিত্ব বিরাট ভাইয়ের। নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাওয়া থেকে বোলিং এবং সবকিছু। বিরাট না থাকলে এমনটা হতে পারত না।"
অন্যদিকে, শুক্রবার ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরু ভালো করেছিলেন ক্যারিবিয়ানরা। বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৯ রান। তারপর দু'উইকেটে স্কোর দাঁড়ায় ৪০। তারপর ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। তিন বলে শূন্য রানে দু'উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ১৫.১ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশের স্পিনারদের চক্রব্যূহে আটকে ক্রমশ শোচনীয় হতে থাকে অবস্থা। ৭০ রানে পড়ে যায় সাত উইকেট।
Find out more: