আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা কেকেআরে। প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে রয়েছেন দু’জনেই। ফলে প্রথম দিকে তাদের পাবে না কেকেআর। বুধবার কেকেআরের মুখ্য উপদেষ্টা ডেভিড হাসি সাংবাদিক বৈঠকে বলেছেন, “সব দলই চায় নিজেদের সেরা ক্রিকেটারদের দলে রাখতে। কন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথাও মাথায় রাখতে হবে। প্রত্যেক ক্রিকেটারকেই দেশের হয়ে দায়বদ্ধতার কথা মাথায় রেখে খেলতে হয়। তাই আমার মতে, কামিন্স এবং ফিঞ্চ প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবে না। আশা করি ওরা ফিট হয়েই আসবে। শুরু থেকেই ড্রেসিংরুমের সঙ্গে মানিয়ে নিতে পারবে ওরা।”
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিলেন যে এখন ঠিক অবস্থা তাঁর টিমের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বুধবার দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন। সূর্যকুমারের চোটের আপডেট দিলেন 'হিটম্যান'। বুড়ো আঙুলে চিড় ধরায় সূর্যকুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করাচ্ছেন সূর্যকুমার। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন সূর্যকুমার। রোহিত বলছেন, "সূর্য এই মুহূর্তে এনসিএ-তে আছে। ও খুব ভাল ভাবে সেরে উঠছে। আমাদের শিবিরে দ্রুত যোগ দেবে ও। তবে আমি এখনই বলতে পারব না যে, সূর্য প্রথম ম্যাচে খেলবে কি খেলবে না! ওকে দ্রুত আমরা দলে পাওয়ার চেষ্টা করছি। একবার এনসিএ-থেকে ছাড়পত্র পেয়ে গেলেই ও মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেবে।"
Find out more: