দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার এক দিনের সিরিজ জিতল বাংলাদেশ। রামধনুর দেশে এটাই বাংলাদেশের যে কোনও ফরম্যাটে প্রথম সিরিজ জয়। সেঞ্চুরিয়নে বুধবার তৃতীয় এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিল তারা। প্রথমে বল হাতে দুর্দান্ত খেললেন তাসকিন আহমেদ। এর পর ব্যাট হাতে দাপট তামিম ইকবাল, লিটন দাসের। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিদ্ধান্ত দলের কাজে লাগেনি। প্রথম উইকেটে ৪৬ রান উঠে গেলেও কুইন্টন ডি’কক ফিরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামে। ৮৩ রানে পাঁচ উইকেট হারায় তারা। এর পর কোনও ব্যাটারই সে ভাবে দাঁড়াতে পারেননি। জানেমন মালান সর্বোচ্চ ৩৯ রান করেন। কেশব মহারাজ করেছেন ২৮। এ ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৩৭ ওভারে ১৫৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এক দিনের ক্রিকেটে এটি তাদের তৃতীয় সর্বনিম্ন রান। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৩৫ রানে তিনি ৫ উইকেট নেন। ২ উইকেট শাকিব আল হাসানের। একটি করে উইকেট পেয়েছেন শোরিফুল ইসলাম এবং মেহদি হাসান।
অন্যদিকে, আগামী ২৬ মার্চ আইপিএলের (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নতুন সেনাপতি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কেকেআর (KKR) মুখোমুখি হবে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে। ম্যাচের তিন দিন আগে বুধবার সাংবাদিক বৈঠকে আইয়ারের ভূয়সী প্রশংসা করলেন কেকেআর মেন্টর (David Hussey)। "শ্রেয়স আইয়ার একজন জন্মগত নেতা। যেভাবে ও চলাফেরা করা। আদেশ দিয়ে তার সম্মান অর্জন করে নেয়। আমি প্যাট কামিন্সকে খুব ভাল ভাবে চিনি। ও আইয়ারের খুব ভাল ডেপুটি হবে। আইয়ার সামনে থেকে কেকেআরকে নেতৃত্ব দেবে। অতীতে যেভাবে শ্রেয়স দিল্লিকে নেতৃত্ব দিয়েছে, এটা থেকে স্পষ্ট যে, ওর ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভাল। খেলার প্রতি একটা সুন্দর দৃষ্টিভঙ্গি আছে। আমার মনে হয় ব্রেন্ডন ম্যাকালাম ও কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়সকে নিয়ে দারুণ কাজ করেছে। এই মুহূর্তে ও দুর্দান্ত ফর্মে আছে। আমি ওকে চিনি না। আমি ওকে চিনছি। ও প্রকৃত নেতা। যে খেলাটা সত্যিই খুবই ভাল বোঝে।"
Find out more: