দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারাল তারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে ইংল্যান্ড। শতরান করেন ড্যানিয়েল ওয়াট। তার পরে মাত্র ১৫৬ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় হেদার নাইটের দল। এক দিনের ক্রিকেটে মহিলাদের বিশ্বের এক নম্বর বোলার সোফি একলেস্টোন ৬ উইকেট নেন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। বিউমন্ট, নাইট, শিভার রান পাননি। ওপেনার ওয়াট এক দিকে ধরে খেলছিলেন। তাঁর সঙ্গে জুটি বাঁধেন অ্যামি জোনস। তিনি আউট হলে ডাঙ্কলির সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওয়াট। দু’জনের মধ্যে ১১৬ রানের জুটি হয়। দুরন্ত খেলেন ওয়াট। সেমিফাইনালে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ডাঙ্কলি ও একলেস্টোন মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে যান। ৬০ রান করে আউট হন ডাঙ্কলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩ করে ইংল্যান্ড।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) স্টার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) অসাধারণ পারফর্ম করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (Kolkata Knight Riders, KKR)। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে ২০ রান দিয়ে শ্রীলঙ্কার স্পিনার তুলে নেন চার উইকেট। তাঁর গুগলি ও গতির বৈচিত্র্যে নাস্তানাবুদ হয়েছেন কেকেআরের ব্যাটাররা। হাসারঙ্গার দুরন্ত স্পেলের সৌজন্যেই আরসিবি মাত্র ১২৮ রানে কেকেআরকে বেঁধে দিয়েছিল। জবাবে আরসিবি ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। (ছবি সৌজন্য টুইটার)

Find out more: