২০২০ সালে বিজ্ঞাপন থেকে ১৮০৩ কোটি টাকা আয় করতেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ২০২১ সালে বিজ্ঞাপন জগত থেকে তাঁর আয় ১৩৭১ কোটি টাকা। অর্থাৎ গত ১২ মাসে কোহলীর বিজ্ঞাপন থেকে আয় কমেছে ৪৩২ কোটি টাকা। গত এক বছরে বিজ্ঞাপনের বাজারে কোহলীর এই পতনের অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে তাঁর একের পর এক অধিনায়কত্ব ছাড়া। প্রথমে টি২০ দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি। তার পরে তাঁকে এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। সেই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিতর্কেও জড়ান কোহলী। দক্ষিণ আফ্রিকা সফরের পরে টেস্ট দলেরও অধিনায়কত্ব ছাড়েন। এই বছর আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও অধিনায়কত্ব ছাড়েন তিনি। এই অধিনায়কত্ব ছাড়ায় তাঁর উপরে কিছুটা হলেও ভরসা হারাচ্ছে বিভিন্ন সংস্থা।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) স্টার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) অসাধারণ পারফর্ম করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (Kolkata Knight Riders, KKR)। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে ২০ রান দিয়ে শ্রীলঙ্কার স্পিনার তুলে নেন চার উইকেট। তাঁর গুগলি ও গতির বৈচিত্র্যে নাস্তানাবুদ হয়েছেন কেকেআরের ব্যাটাররা। হাসারঙ্গার দুরন্ত স্পেলের সৌজন্যেই আরসিবি মাত্র ১২৮ রানে কেকেআরকে বেঁধে দিয়েছিল। জবাবে আরসিবি ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা হয়েছেন হাসারঙ্গা। আরসিবি-র ( RCB) ১০ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটারের শুধু পারফরম্যান্সই আলোচনায় আসেননি, চর্চায় তাঁর উইকেট সেলিব্রেশনও।

Find out more: