নিজেদের আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচ জিতল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ। তবে দুই পয়েন্ট পেলেও, লিগ তালিকায় কিন্তু খুব বেশি উপরে পৌঁছতে পারেনি লখনউ। কেকেআরের ঠিক পরেই ষষ্ঠ স্থানে রয়েছে নতুন ফ্রাঞ্চাইজি। অপরদিকে, নিজেদের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবার মরশুমের শুরুর দুই ম্যাচেই পরাজিত হয়ে এক লজ্জার নজির গড়ল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সিএসকে। তবে আরসিবির বিরুদ্ধে ম্যাচ হেরে কিছুটা চাপে কলকাতা নাইট রাইডার্স। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে মরিয়া শ্রেয়সের কেকেআর। তাই আজকে কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য একাদশ এক নজরে দেখে নেওয়া যাক -
বেঙ্কটেশ আইয়ার - প্রথম দুটো ম্যাচে সে ভাবে ব্যাট কথা না বললেও আইয়ারই আজ ওপেন করবেন বলে ধরে নেওয়া যায়
আজিঙ্কে রাহানে - চেন্নাই ম্যাচে ব্যাটে রান এলেও আরসিবি ম্যাচে ব্যর্থ রাহানে। তবে ম্যানেজমেন্ট রাহানেকেই রাখবে বলে মনে হয়
শ্রেয়স আইয়ার - অধিনায়ক নিজেই এবার নিজের ব্যাট কথা বলাতে আপ্রাণ চেষ্টা করবেন
নীতিশ রানা - মিডল অর্ডারে অন্যতম ভরসার মুখ তিনি। তাই তিনি থাকবেন
আন্দ্রে রাসেল - বল হাতে জাদু দেখাতে নাপারলেও রাসেল যে কোনও মুহূর্তে ম্যাচের রং ঘুরিয়ে দেবেন। তাই দ্রে রাস থাকবেনই
সুনীল নারিন - কলকাতার অন্যতম ভরসার জায়গা তিনি। ব্যাটে-বলে যে কোনও ম্যাচ কলকাতার দিকে পাল্লা ভারি করে দিতে পারেন়
শেলডন জ্যাকসন - উইকেট কিপার হিসেবে নিজেকে প্রতি ম্যাচে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাই তিনি থাকবেন, তবে তাঁর ব্যাট থেকেও রান আশা করবে টিম ম্যানেজমেন্ট।
মহম্মদ নবি - স্যাম বিলিংসের পরিবর্ত হিসেবে আফগান অলরাউন্ডারকে আজ দলে দেখা যেতে পারে।
টিম সাউদি - বল হাতে দূরন্ত পারফরম্যান্সের জন্য তিনি থাকবেন
উমেশ যাদব - আপাতত তিনি আগুনে ফর্মে আছেন। তাই তাঁর থাকা নিয়ে কোনও সন্দেহ নেই
বরুণ চক্রবর্তি - মিস্ট্রি স্পিনার হিসেবে তিনি থাকবেন
Find out more: