না, দু'টো ম্যাচ পরেও জয়ের মুখ দেখল না মুম্বই ইন্ডিয়ান্স। জ, বাটলারের দুরন্ত শতরানে শীর্ষস্থানে রাজস্থান রয়্যালস। শনিবার বাটলার একাই হারিয়ে দিয়ে গেলেন রোহিত শর্মাদের। টস হেরে প্রথমে ব্যাট করলেও যে ম্যাচ জেতা সম্ভব সেটা দেখিয়ে দিচ্ছে রাজস্থান। দুই ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেল তারা। মুম্বই এখনও জয়ের মুখ দেখল না। বাটলারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সবাল। মাত্র ১ রান করে ফিরে যান তিনি। তিন নম্বরে নেমে দেবদত্ত পাড়িক্কল করেন ৭ রান। দুই ব্যাটার কম রানে ফিরে গেলেও তত ক্ষণে বাটলার ঝড় শুরু হয়ে গিয়েছে। সঞ্জু নামার পর দু’জনে মিলে ৮২ রান যোগ করেন। ২১ বলে ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক। হেটমেয়ার ১৪ বলে ৩৫ রান করেন। ১৯তম ওভারে বাটলার এবং হেটমেয়ারকে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। কিন্তু তত ক্ষণে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করে ফেলেছে রাজস্থান।

একইসঙ্গে বাটলার শতরান পূর্ণ করে আন্দ্রে রাসেলকে (Andre Russel) টপকে গেলেন তিনি। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৩১ বলে ৭০ রানে অপরাজিত থেকে এই ম্যাচের আগে পর্যন্ত ৭৫ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক ছিলেন 'দ্রে রাস'। ইংল্যান্ডের এই তারকা শতরান করে মাথায় অরেঞ্জ ক্যাপ তুলে নিলেন। চলে গেলেন শীর্ষে। অধিনায়ক সঞ্জু স্যামসন ২১ বলে ৩০ ও শিমরন হেট্মেয়ার ১৪ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরে যান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট তুলে নেয় রাজস্থান। জসপ্রীত বুমরা ১৭ রানে ৩ ও টাইমাল মিলস ৩৭ রানে ৩ উইকেট নেন।

Find out more: