এ বার চোটের জন্য চলতি আইপিএল (IPL 2022) থেকেই ছিটকে গেলেন ন্যাথন কুল্টার-নাইল (Nathan Coulter-Nile)। তবে তাঁর বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। অস্ট্রেলিয়ার এই জোরে বোলার গত ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচেই ডান পায়ে চোট পেয়েছিলেন এই ডানহাতি জোরে বোলার। তবে চোট বেশ জরালো। তাই তাঁকে শেষ পর্যন্ত ছেড়ে দিল রাজস্থান। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়াতে তাঁর বিদায়বার্তা দেওয়া হয়েছে। সেই ম্যাচে নিজের চতুর্থ ওভারে বল করতে এসে পায়ে চোট পেয়েছিলেন কুল্টার-নাইল। ফলে বল না করেই মাঠ ছাড়েন। যদিও ম্যাচে বল হাতে মোটেও ছন্দে ছিলেন না। ৩ ওভারে ৪৮ রান দিয়েছিলেন। মেগা নিলাম চকুল্টার-নাইলকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের চমক রাসিখ সালাম দার। মুম্বইয়েরই প্রাক্তন জোরে বোলারকে শ্রেয়স আয়াররা নামিয়ে দিলেন রোহিত শর্মাদের বিরুদ্ধে। কেকেআর অধিনায়ক উমেশ যাদবের সঙ্গে তরুণ রাসিখকেই দিলেন আক্রমণ শুরুর দায়িত্ব। টসের সময় শ্রেয়স প্রথম একাদশ জানানোর সময়ে জানান শিবম মাভির বদলে দলে এসেছেন রাসিখ। তখনই খোঁজ শুরু হয়ে যায় কে এই জোরে বোলার। কারণ এ দিন খেলার আগেই রাসিখের হাতে কেকেআর-এর জার্সি তুলে দেন উমেশ যাদব। রাসিখ জম্মু-কাশ্মীরের ক্রিকেটার। উপত্যকার তৃতীয় ক্রিকেটার হিসেবে সুযোগ পান আইপিএলে। সেটা ২০১৯ সালে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিলামে কেনে। খেলার সুযোগ পান মাত্র একটি ম্যাচে। তার পর আর আইপিএলে দেখা যায়নি রাসিখকে। বুধবার সেই মুম্বইয়ের বিরুদ্ধেই তাঁকে দেখা গেল নাইটদের জার্সি গায়ে।

Find out more: