আইপিএল ২০২২ জমে উঠেছে। আর ইতিমধ্যেই নতুন রেকর্ড করে ফেললেন হার্দিক পাণ্ডিয়া। হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছে গুজরাত টাইটান্স। ব্যাট হাতে অর্থশতরান করেছেন। শুরুতে ভাল বোলিংও করেছেন। পরের দিকে মার খেলেও উইকেট নিয়েছেন। পারফরম্যান্সের দিক থেকে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এই ম্যাচেই আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম একশো ছয় মারার মাইল ফলক স্পর্শ করেছেন গুজরাত অধিনায়ক। দ্রুততম একশোটি ছয় মারার ক্ষেত্রে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। আইপিএলে একশোটি ছয় মারতে হার্দিক খেলেছেন ১০৪৬টি বল। তাঁর থেকে দ্রুততম একশোটি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেল এবং আন্দ্রে রাসেল।

অন্যদিকে, চলতি আইপিএল-এ (IPL 2022) প্রথম হারের ধাক্কা মেনে নিতে পারলেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে আট উইকেটে হারতেই মেজাজ হারিয়ে সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) গালাগালি দিয়ে বসলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক। গুজরাত দল ফিল্ডিং করার সময় সেই ঘটনা সবার সামনে চলে আসে। এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। অবশ্য ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন হার্দিক। কারণ সিনিয়র সতীর্থ শামির প্রতি এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। ১৩তম ওভারে বল করছিলেন হার্দিক। সেই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তাঁকে ছয় মারেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। পঞ্চম বলকে থার্ড ম্যানের দিকে খেলে দেন রাহুল ত্রিপাঠী।  বলটি কিছুক্ষণের জন্য হাওয়ায় থাকলেও,ক্যাচ নেওয়ার চেষ্টাই করেননি বাউন্ডারি লাইনে থাকা শামি। শামির এমন আচরণ দেখে রেগে যান হার্দিক। তিনি শেষ ডেলিভারি করতে যাওয়ার সময় শামির দিকে তাকিয়ে গালাগালি করতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Find out more: