অবশেষে আইপিএল ২০২২ সিজনে জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস। জেতার পর চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা জানিয়ে দিলেন, এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হল তাঁদের। পাশাপাশি এটাও জানালেন, অধিনায়ক হিসেবে এখনও যথেষ্টই কাঁচা তিনি। সাহায্যের জন্য এখনও তাঁর ভরসা মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচের পর জাডেজা বলেছেন, “অধিনায়ক হিসেবে আমার প্রথম জয়। এই জয় আমার স্ত্রীকে উৎসর্গ করছি। এই প্রথম গোটা দল খুব ভাল খেলল। ব্যাটাররা নিজেদের কাজ করল। রবি এবং শিবম দুর্দান্ত ব্যাটিং করেছে। বোলাররাও নিজেদের কাজটা নিখুঁত ভাবে করেছে। চারটে ম্যাচ হারলেও দলের মালিক বা ম্যানেজমেন্ট আমার উপর কোনও চাপ দেয়নি।”

প্রসঙ্গত, উত্থাপ্পা এবং শিবমের দাপটেই ২০ ওভারে চেন্নাই ৪ উইকেটে ২১৬ রানের বড় ইনিংস গড়ে। যা এ বার আইপিএলে কোনও দলের করা সর্বোচ্চ রান। দুরন্ত ইনিংস খেলার পর শিবম নিঃসন্দেহে উচ্ছ্বসিত। তিনি তাঁর এই পারফরম্যান্সের জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন। ম্যাচ শেষে শিবম দুবে বলেছেন, ‘আমরা প্রথম জয় পেতে মরিয়া ছিলাম। এবং সেই ম্যাচে আমি অবদান রাখতে পেরে খুশি। আমি আমার বেসিকের উপর ফোকাস করেছি। আমি সিনিয়রদের সঙ্গে কথা বলেছি এবং মাহি ভাইও আমাকে সাহায্য করেছেন। তিনি বলেছিলেন, তোমার স্কিলের উপর আরও মাজাঘষা করতে হবে। যত্ন নিতে হবে। আমি ব্যাটে-বলের টাইমিং আরও ভালো করতে চেয়েছিলাম। এবং ক্রিজে থেকে নিজের ভারসাম্য ধরে রাখতে চেয়েছিলাম।’

Find out more: