দ্রুততম ১০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে থাকা সচিন তেন্ডুলকরের নজির ছুঁয়েছেন ঋতুরাজ গায়কোয়ার্ড। হায়দরাবাদের বিরুদ্ধে ৯৯ রান করার সঙ্গে সঙ্গে আইপিএলে ৩১ ম্যাচে ১০০০ রান করেছেন রুতুরাজ। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ৩১ ম্যাচে ১০০০ রান করেছিলেন তিনি। তার পরে রয়েছেন সুরেশ রায়না। ৩৪ ম্যাচে ১০০০ রান করেন তিনি। চেন্নাইয়ের হয়ে খেললেও রুতুরাজ মুম্বইয়ের ছেলে। সেই অর্থে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠেই খেলেছেন তিনি। গ্যালারিতে ছিল তাঁর পরিবার। ঘরের মাঠে এ ভাবে খেলতে পারায় খুশি গায়কোয়াড়। তিনি বলেন, ‘‘পরিবারের সামনে ভাল খেলতে পেরে খুব খুশি। শতরান হাতছাড়া করায় খারাপ লাগছে। তবে দলের জয়ের কাজে লাগতে পারায় খুশি।’’
টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ২ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। রুতুরাজ-কনওয়ে যুগলবন্দিতে ১৮২ রান ওঠে স্কোরবোর্ডে। ঘটনাচক্রে চেন্নাইয়ের ১৫ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে শেন ওয়াটসন (Shane Watson) ও ফাফ দু প্লেসিস (Faf du Plessis) ১৮১ রান তুলেছিলেন পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। এই রেকর্ডই ভেঙে দিলেন ইন্দো-কিউয়ি জুটি। ম্যাচের পর সিএসকে টিভি-তে রুতুরাজ বলছেন, "আমর মনে হয় ফাফ একটু হলেও আমাকে ঈর্ষা করবে। কিন্তু ঠিক আছে। রেকর্ড করে ভাল লাগছে।" গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রুতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। সঙ্গে রয়েছে ৪টি অর্ধ শতরান ও ১টি শতরান। চেন্নাই এই মরশুমে নিলামের আগে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও গায়কোয়াড়কে (৬ কোটি) ধরে রেখেছিল।
Find out more: