মঙ্গলবার অর্থাৎ আজ বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “আইপিএল-এর প্লে অফ ম্যাচগুলি আমেদাবাদ ও কলকাতায় খেলা হবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৭ মে কোয়ালিফায়ার ২ এবং ২৯ মে মেগা ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।“ বিসিসিআই সচিব আরও জানিয়েছেন, ‘চলতি বছর থেকে ফের শুরু হবে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। পুণেতে চতুর্থ টি-২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। ২৩ মে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৮ মে।“

২২ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে। এক দিন বাদ দিয়ে শুরু হবে প্লে-অফ পর্ব। পর পর দু’দিন ইডেনে দু’টি ম্যাচের পর এক দিনের বিশ্রাম দিয়ে তৃতীয় ম্যাচ হবে। কারণ দ্বিতীয় ম্যাচের (এলিমিনেটর) কোনও একটি দলকে তৃতীয় ম্যাচে (দ্বিতীয় কোয়ালিফায়ার) খেলতে হবে। যেহেতু সেই ম্যাচ আমদাবাদে হবে, তাই কলকাতা থেকে সেখানে যাওয়ার ধকল সামলাতে হবে সেই দলকে। তৃতীয় ম্যাচের পরে এক দিন বিশ্রাম দিয়েই ফাইনাল। সেই কারণে ফাইনালের কেন্দ্র আমদাবাদেই শেষ ম্যাচ রাখা হচ্ছে। মহিলাদের টি২০ প্রতিযোগিতার সূচিও ঘোষণা করেছে বিসিসিআই। ২৩ থেকে ২৮ মে-র মধ্যে পুণেতে তিনটি দলের মধ্যে হবে প্রতিযোগিতা। ২৩, ২৪ ও ২৬ মে হবে তিনটি ম্যাচ। ফাইনাল ২৮ মে। তব এই ঘোষণার পরই কলকাতা নাইট রাই়ার্সের সমর্থকরা চাইছে কলকাতা যাতে কোয়ালিফাই করে। আশায় বুক বাঁধছেন তাঁরা।

Find out more: