রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। তার পরেই দলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। বড় জুটি বাঁধতে হবে। প্রতি ম্যাচে আরও বেশি ধারাবাহিক হতে হবে ব্যাটারদের। তবেই আমরা খারাপ বলের ফায়দা তুলতে পারব।’’ কিন্তু শেষমেষ ১৩ রানে ম্যাচ হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।
সিএসকের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে যথাক্রমে ২৮ ও ৫৬ রান করে দলকে শুরুটা ভালই দিয়েছিলেন। তবে ধোনিসহ মিডল অর্ডার ব্যর্থ হয়। সেই কথা স্বীকারও করে নিচ্ছেন মাহি। ম্যাচের শেষে ধোনি বলেন, “আমরা ওদের ১৭০ রানের আশেপাশে আটকে রেখেছিলাম, যা বেশ ভাল। আমার মতে ব্যাটাররাই আমাদের হতাশ করেছে। রান তাড়া করতে নেমে যখন লক্ষ্য় সামনে থাক, তখন অনেক সময় পরিস্থিতি বুঝে একটু সংযত থেকে খেলতে হয়। শট নির্বাচনগুলি শেষের দিকে অনেক ভাল হতে পারত।“ ধোনি আরও বলেছেন, “এত ভাল শুরু হল। হাতে উইকেট ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পিচও ভাল হয়ে গেল। কিন্তু আমরা সেখানে একের পর এক উইকেট হারাতে লাগলাম। যদি এগুলো নিয়ে ভাবতে হয়, তা হলে সবার আগে শট নির্বাচন নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে ব্যাট করলে উত্তেজনা থাকতে পারে। কিন্তু রান তাড়া সময় আসল কাজ হল হিসেবনিকেশ। সেটাই আমাদের আগে করতে হবে।” প্লে-অফে তাদের যাওযার আশা কার্যত নেই। তাই আসন্ন ম্যাচগুলিতে পয়েন্ট তালিকার দিকে না তাকিয়ে দলের উন্নতিতেই সচেষ্ট মাহি। তিনি যোগ করেন, “আমরা কোথায় ভুল করেছি, সেটা ধরতে হবে। কত পয়েন্ট আছে সেটা না ভেবে নিজেদের স্বাভাবিক খেলার দিকে নজর দেওয়া উচিত।“