প্রথমজন ডেভিড ওয়ার্নার। এবং দ্বিতীয় ব্যক্তি হলেন খলিল আহমেদ। এই দুজনের দাপটে কেন উইলিয়ামসনের দলকে ২১ রানে হারিয়ে পাঁচ নম্বরে উঠে এল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। মনদীপ সিংকে আউট করে শুরুটা ভালই করেছিল হায়দরাবাদ। কিন্তু এর পরেই ম্যাচটা নিজের নামে করে নিলেন ওয়ার্নার। তাঁর এই মারকুটে ইনিংস ১২টি চার ও ৩টি ছয় দিয়ে সাজানো ছিল। রভম্যান পাওয়াল (Rovman Powell) ৩৫ বলে ৬৭ রানের অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ৬টি ছয় মারেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে নেয় পন্থের দল। ৪ ওভার বল করে ৫২ রান দিলেন উমরান মালিক। এ বারের আইপিএলে এখনও সব চেয়ে দ্রুততম বলটা করলেন তিনি। কোনও উইকেট যদিও নিতে পারেননি তিনি। একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, শন অ্যাবট এবং শ্রেয়স গোপাল।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৫ উইকেটের মালিক উমরান। প্রতিযোগিতার শুরুর দিকে একটু বেশি রান দিয়ে ফেলছিলেন। ছন্দে ফেরান কিংবদন্তি ডেল স্টেন। সানরাইজ়ার্স হায়দরাবাদ সূত্রে জানা গিয়েছে, একটি স্টাম্প রেখে বল করার নির্দেশ দিয়েছিলেন স্টেন। গতির সঙ্গে লাইন-লেংথ ঠিক করা হয় সেই অনুশীলনেই। দিল্লি ক্যাপিটালস ইনিংসের শেষ ওভারে, ওমরান মালিক ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। এটি ছিল এই মরশুমের দ্রুততম ডেলিভারি। উমরান মালিক ধারাবাহিকভাবে আইপিএল 2022-এ স্বপ্নের ফর্মে রয়েছেন এবং তাঁর গতিতে সবাইকে অবাক করে দিয়েছেন। বৃহস্পতিবার একই ঘটনা ঘটেছিল, যখন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভার বল করেছিলেন ওমরান মালিক। এই ওভারের প্রায় প্রতিটি বলের গতি ছিল ১৫০-এর উপরে।
Find out more: